নিরাপত্তায় সেলফ প্রটেক্ট

Blog Single

২০১২ সালের মার্চের একদিন চুয়াডাঙ্গার রেলওয়ে স্টেশন থেকে মেহেরপুর ফিরছিলেন উইনকি টেক লিমিটেডের প্রধান সাদ্দাম হোসেন। হঠাৎ ছিনতাইকারীর দল এসে তার মানিব্যাগ ও মোবাইল কেড়ে নিয়ে যায়। তখন তার ভাবনায় আসে প্রতিদিন এমন অসংখ্য মানুষ ছিনতাই কিংবা অপহরণের কবলে পড়ছেন। কিন্তু এমন অনাকাঙ্ক্ষিত বিপদের খবরটি তৎক্ষণাৎ আপনজন বা আশপাশের পুলিশের কাছে জানানো সম্ভব হয় না। ভাবনায় এলো স্মার্টফোনে এমন কোনো সফটওয়্যারের, যার মাধ্যমে বাটন চাপার সঙ্গে সঙ্গেই বিপদের কথা পুলিশের কাছে জানানো সম্ভব হবে। সেদিন থেকেই আইডিয়াটিকে কীভাবে অ্যাপে রূপান্তরিত করা যায়, তা নিয়ে গবেষণা চালিয়ে যেতে লাগলেন সাদ্দাম। গবেষণার এক পর্যায়ে যাত্রা শুরু করে সেলফ প্রটেক্ট অ্যাপ।

কাজ করবে যেভাবে

সেবা পাওয়ার জন্য ব্যবহারকারীকে মোবাইলে অ্যাপটি ইন্সটল করে সক্রিয় রাখতে হবে। যে কোনো ধরনের বিপদে পড়লে তৎক্ষণাৎ স্মার্টফোনের পাওয়ার বাটনটি পরপর তিন-চারবার প্রেস করলে নিকটস্থ পুলিশ স্টেশনের মোবাইল নম্বর এবং একই সঙ্গে অ্যাপে যোগ করা পরিবারের নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ভুক্তভোগী ব্যক্তির অডিও ফুটেজ এবং অবস্থানের গুগল মানচিত্রের লিংকসহ প্রয়োজনীয় বার্তা মেসেজ আকারে পৌঁছে যাবে। এমনকি মোবাইল ফোনটি চুরির পর ফোনের সিম পরিবর্তন করলে অ্যাপটি থেকে পরিবারের অন্য মোবাইল নম্বরে হারানো ফোনটির অবস্থান, চোরের ব্যবহূত নতুন সিম নম্বরসহ মেসেজ পৌঁছে যাবে। এতে অপরাধীকে গ্রেফতার করার সম্ভাবনাও বেড়ে যাবে। অ্যাপটি ব্যবহার করার জন্য ইন্টারনেট কানেকশন বা ডাটা বাধ্যতামূলক নয়। ইন্টারনেট কানেকশন বন্ধ থাকলেও জিপিএস দ্বারা মোবাইল অপারেটরের সাহায্যে সেন্ট্রাল মেসেজ সার্ভারের মাধ্যমে বার্তাটি নিকটস্থ পুলিশ স্টেশন ও অ্যাপে সেটআপকৃত পরিবারের নম্বরে চলে যাবে। এ ক্ষেত্রে নির্দিষ্ট এসএমএস চার্জ প্রযোজ্য হবে ব্যবহারকারীর সিম থেকে। এ ছাড়া এই অ্যাপের মাধ্যমে আইন প্রয়োগকারী বাহিনীকে বিভিন্ন অভিযোগ ও মতামত জানানো সম্ভব। বর্তমানে অ্যাপের পুলিশ সেবাটি শুধু মেহেরপুরে চালু থাকলেও আগামী জুলাইয়ের মধ্যে পুরো দেশে সেবাটি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সাদ্দাম হোসেন। অ্যাপটির অ্যান্ড্রয়েড ভার্সন www.bit.ly/MySelfProtect লিংক থেকে সহজেই ডাউনলোড করা যাবে।

অর্জন

উদ্ভাবনের পর থেকেই অ্যাপটির ঝুলিতে প্রতিনিয়ত যোগ হচ্ছে অসংখ্য অর্জন। সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ২০১৭-১৮ অর্থবছরে উদ্ভাবনীমূলক প্রযুক্তি খাতে উদ্ভাবনীমূলক প্রকল্প হিসেবে অনুদান প্রদান করে সেলফ প্রটেক্ট অ্যাপ টিমকে। এ ছাড়া ২০১৭ সালে নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন অ্যাক্সেস টু ইনফরমেশনের (এটুআই) সলভ-এ-থন শীর্ষক প্রতিযোগিতায় দেশসেরা ১৫ জনের একজন এবং একই সঙ্গে উদ্ভাবক অন্বেষণের রিয়েলিটি শো উদ্ভাবকের খোঁজে প্রোগ্রামে সারাদেশ থেকে দুই হাজারের বেশি উদ্ভাবকের মধ্যে দেশসেরা ১৫ জনের মধ্যে স্থান অর্জন করেন সাদ্দাম হোসেন। পাশাপাশি ২০১৭ ও ২০১৮ সালে অনুষ্ঠিত মেহেরপুর ডিজিটাল উদ্ভাবনী মেলায় অর্জিত হয় শ্রেষ্ঠ উদ্ভাবন ও তরুণ উদ্ভাবকের খেতাব। অর্জনের খাতায় রয়েছে ২০১৭ সালের খুলনা বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবকের সম্মাননা।

রয়েছে সফলতাও

বর্তমানে অ্যাপটির সুফল ভোগ করছেন ব্যবহারকারীরা। গত বছরের ৯ নভেম্বর মেহেরপুর জেলার উপকণ্ঠ বামনপাড়া মোড় থেকে জিনারুল ইসলাম নামে একজনের ফোন চুরি হয়। পরে অপরাধী সিম পরিবর্তন করলে প্রকৃত মোবাইল মালিকের পরিবারের নম্বরে চুরির ফোনটির অবস্থান ও নতুন সিম নম্বর এসএমএস আকারে চলে যায়। পরবর্তী পদক্ষেপে ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়। এভাবে প্রতিদিন জেলাজুড়ে অসংখ্য মানুষ সেবা পেয়ে যাচ্ছে এই অ্যাপ থেকে। অ্যাপটির মাধ্যমে প্রতিদিন পুলিশের কাছে কমপক্ষে বিভিন্ন বিষয়ে ৫-১০টি সহযোগিতা চাওয়া ও অভিযোগ জমা হচ্ছে এবং পুলিশ এতে সাড়াও দিচ্ছে।